Header Ads

Welcome to my Site....Learn-BD

  • Breaking News

    অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ধারণা।





    Computer এমন একটি Machine যা দিয়ে প্রথমদিকে গাণিতিক সমস্যার সমাধানই ছিল মূল উদ্দেশ্য কিন্তু Computer আবিষ্কারের পর থেকে বর্তমানে এর কার্য পরিধি অনেক বড় । Computer দিয়ে কাজ করার জন্য বিভিন্ন Image তৈরী হয়েছে । যদিও Computer বোঝে শুধুমাত্র machine / Binary Language (0,1) 

    Computer এর প্রথমদিকের ভাষা ছিলো FORTRAN (Formula Translator) যা ১৯৫৫ সালে উদ্ভাবিত হয় । এর পর COBOL(Common Business Oriented Language) ১৯৫৯ সালে উদ্ভাবিত হয় । ১৯৬৪ সালে উদ্ভাবিত হয় BASIC Language ও ১৯৭০ সালে Pascal এরপর ১৯৭২ সালে Dennis Ritchie ‘C’ Program Develop করেন । সর্বপ্রথম Object Oriented Programming Language ছিল Simula67 যা ১৯৬০ সালে Norwegien Computing Centre Ole-Johan dahl এবং Kristen Nygaard develop করেন । এরপর ১৯৭৯ সালে AT & T Bell labs এর Bjarne Stroustrup ‘C’ Language এর সাথে Simula এর class Object এর feature গুলো add করেন এবং নাম হয় C with classes পরবর্তিতে ১৯৮৩ সালে নাম পরিবর্তন করে C++ রাখা হয় । পরবর্তিতে আরও অনেক OOP Language তৈরী করা হয় , যেমনঃ- C#, PHP , Java, Visual Basic, VB.NET ইত্যাদি ।


    To get more post, Stay with us..
    Thank you ...

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad