জাভা প্রোগ্রাম এর ইতিহাস ।
এতে Applet এর কাজ করা যেত এবং JVM (java virtual Machine) দিয়ে Compile করা হতো । Java কে বলা হয় WORA ( Write Once, Run Anywhere ) অর্থাৎ জাভাকে একবার কোন প্লাটফর্মে code compile করা হলে পরে আর recompile করার দরকার হয়না Run করার জন্য। আর এ কারনেই জাভা দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
Java Language project এর কাজ শুরু করা হয় ১৯৯১ সালে , James Gosling , Mike Sheridan এবং Patrick Naughton এর মাধ্যমে। প্রথমে এর নাম দেওয়া হয়েছিলো "Oak", কারন Gosling এর অফিসের বাইরে একটি "Oak" গাছ ছিলো। পরে এর নাম দেওয়া হয় " Green " এবং আরো পরে জনপ্রিয় Java Coffee থেকে এর নাম দেওয়া হয় JAVA.
১৯৯৫ সালে Sun Microsystems Java Implement করে। খুব দ্রুত জাভার Update Version বের হতে থাকে, যেগুলোকে J2 বলা হয়, যেমনঃ- J2SE 1.2 বের হয়, (১৯৯৮-১৯৯) J2EE নামে Enterprise application এর জন্য, J2ME বের করা হয় Mobile Application এর জন্য, J2SE বের করা হয়, Standard Edition হিসেবে। পরে এই J2 Version গুলোকে যথাক্রমে Java EE, Java ME এবং Java নাম দেওয়া হয়। আবার ১৯৯৬ সালে JDK 1.0 (Java Development Kit) নামে Version বের হয়।
জাভার বৈশিষ্ঠ্যঃ
Java কে C/C++ এর Syntax অনুযায়ী তৈরী করা হয়, কিন্তু Java কে আরো security, portability সম্পন্ন করে তৈরী করা হয় , যা Java'র বৈশিষ্ঠ্য ।
Java team - এর সদস্যরা একটি Buzzwords List তৈরী করেন-
- Simple
- Secure
- Portable
- Object Oriented
- Robust
- Multi-thread
- Architect-neutral
- Interpreted
- High Performance
- Distributed
- Dynamic
প্রশ্ন করে সাথেই থাকুন।
ধন্যবাদ।
পরবর্তী পোষ্ট পেতে সাথেই থাকুন, সুস্থ,সুন্দর এবং নিরাপদে থাকুন।
No comments