Header Ads

Welcome to my Site....Learn-BD

  • Breaking News

    C Program Basic Structure



    C প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারঃ

    একটি C প্রোগ্রামের Main Function এক বা একাধিক Function থাকতে পারে। প্রতিটি Function সুনির্দিষ্ট কার্য সম্পন্ন করার উদ্দেশ্য লেখা হয় । এই Function সহকারে C Program কে অনেকগুলো Section এ ভাগ করা যায় । 
    যেমনঃ-
    Documentation Section, Link Section, Definition Section, Global Declaration Section, Main Function() Section, Sub Program Section ইত্যাদি ।

    Documentation Section: এ প্রোগ্রাম সম্পর্কিত বিভিন্ন মন্তব্য লিখা হয় । যেমনঃ- /* This is my first program */
    Link Section: এ বিভিন্ন ধরনের Header File (<stdio.h>, <conio.h>) ইত্যাদি সংযুক্ত করা হয়।
    এই Header File সমূহে যাবতীয় Library Function, Keyword define করা থাকে। Program নির্বাহের জন্য Header File আবশ্যিক ।

    Definition Section: এ বিভিন্ন ধরনের ধ্রুবমান define করা হয়।

    Global Declaration Section: এ বিভিন্ন ধরনের Global variable declare করা হয়, Global variable হচ্ছে ঐ ধরনের variable যা একাধিক Function এ ব্যবহার হতে পারে ।

    Main () Function: এ অংশটি C Program এর অত্যাবশ্যকীয় একটি অংশ, যেখানে Function User Define Function সমূহকে call করা হয়। যে কোন C Program Compile & Execute শুরু হয় Main () function থেকে ।
    Main Function () অংশটি দুটি অংশ গঠিত। যথাঃ-
    (i)                 Declaration Part এবং
    (ii)               Executable Part

    Declaration Part: executable part এ ব্যবহৃত সকল variable কে declare করা হয়। তবে Executable part ও কমপক্ষে একটি হলেও Statement থাকবে।
    Sub-program section: user define function গুলো define করা হয় ।


    For more post,to stay with us..
    Thanks 

    1 comment:

    Post Top Ad

    Post Bottom Ad