Html এর ধারনা ।
Html এর পূর্ণরূপ হলো - Hyper Text Markup Language । যদিও html পূর্ণাংগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, তারপরেও ওয়েব ব্রাউজারের যেকোনো পেজের রেন্ডারিং Html Language-এই হয় তা সে ASP, PHP , Cold Fusion, JSP, CGL যেই Language দিয়েই তৈরী হোকনা কেন ।
আপনি কোন ওয়েব সাইটে আপনার ওয়েব ব্রাউজারের পেজ সোর্সে ক্লিক করে পেজটির সোর্স কোড দেখুন । দেখতে পাবেন যে, <> এবং </> এর মাঝে কিছু ইংরেজী শব্দ দেখতে পাবেন । এদেরকে html tag বলা হয় ।
Html শেখার জন্য যা লাগবে ঃ
- একটি সাধারন Text Editor , যেমন Notepad ।
- আর একটি ওয়েব ব্রাউজার , যেমন Mozilla Firefox, Chrome ইত্যাদি ।
Basic Web Page Structure :
Html page যাকে আমরা সচারচার ওয়েব পেজ হিসেবে সম্বোধন করে থাকি । HTML মূলত দুইটি অংশ Head এবং Body । এই অংশগুলো দুইটি এঙ্গেল ব্রাকেট দিয়ে আবদ্ধ থাকে এইভাবে <Head> এবং <Body> । এদের Head Tag & Body Tag বলা হয় । Html এ কোন Tag শুরু করলে তা বন্ধ করে দিতে হয় । Tag বন্ধ করতে চাইলে </> tag ব্যবহার করা হয়, যেমন ঃ </head> এবং </body> .
উদাহরণ হিসেবে এই উদাহরনটি দেখুন ঃ
উপরের মতো করে Code লেখার পর সেটা আপনার ইচ্ছেমতো Name দিয়ে Extension দিবেন .html
যেমন Index.html
আজকে এই পর্যন্তই । পরবর্তি পোষ্ট পেতে Follow করে সাথেই থাকুন ।
আপনার মুল্যবান মতামত আশা করছি। কেননা এতে লেখকের অনুপ্রেনা বেড়ে যায় ।
ধন্যবাদ ।
No comments